Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দুর্ঘটনা প্রতিরোধে সম্মানিত গ্রাহকগণের করণীয় বিষয়সমূহ

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না

 

সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। ফলে অনেকেই মৃত্যুবরণ করেছেন/অনেকেই গুরুতরভাবে আহত হয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করে বাকি জীবন পরিবারের বোঝা হয়ে দিনানিপাত করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে সম্মানিত গ্রাহক সদস্যগণের করণীয়ঃ

১। বিদ্যমান বৈদ্যুতিক সঞ্চালন লাইনের নিচে অথবা খুবই সন্নিকটে  নতুন স্থাপনা তৈরি করা থেকে বিরত থাকুন।

২। বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় বৈদ্যুতিক খুঁটিসমূহ, বৈদ্যুতিক ছেঁড়া তার কিংবা ঝুলন্ত তার স্পর্শ করবেন না। ছেঁড়া তার হতে নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন।এরূপ দেখা গেলে নিকটস্থ বিদ্যুৎ অফিস কে অবহিত করুন। 

৩। বন্যার কারণে বৈদ্যুতিক লাইনের ক্লিয়ারেন্স কমে গেলে নৌকা/ইঞ্জিন বোট/ট্রলার/ কার্গো/ লঞ্চের ছাদে না দাঁড়ানো, লগি/ বৈঠা বিদ্যুতের তারে না লাগানো/স্পর্শ না করা।

৪। বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে ও বৈদ্যুতিক সরঞ্জাম এ আগুন লাগলে জরুরী ভিত্তিতে অফিসকে অবহিত করুন।।

৫। ভেঁজা হাতে বৈদ্যুতিক সুইচ ধরবেন না। বৈদ্যুতিক সকেটে কোন ধরনের ধাতব পদার্থ যেমন আলপিন, ভোমর, কাঠি, স্ক্যাল, লৌহ জাতীয় পদার্থ ঢুকাবেন না।

৬। সার্ভিস ড্রপ/বৈদ্যুতিক তারে ভেঁজা কাপড় শুকানো পরিহার করুন। বৈদ্যুতিক লাইনের নিচে টানা তার/খুঁটির সাথে গবাদি পশু বাঁধবেন ন, সবজি জাতীয় কোন গাছ রোপন করবেন না এবং নিজেরাও  টানা তার/খুঁটি হাত দিয়ে ধরবেন না।

৭। পার্শ্ব সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার বেআইনী এবং খুবই ঝুঁকিপূর্ণ। পার্শ্ব সংযোগের তার ছিড়ে গিয়ে/লিক হয়ে তাৎক্ষণিক বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। তাই পার্শ্ব সংযোগ প্রদান পরিহার করুন।

৮। হুকিং/অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে আর্থিক জরিমানা/ফৌজদারি মামলা হতে পারে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

৯। বৈদ্যুতিক লাইনের খুঁটিতে ডিশের/ইন্টারনেটের/টেলিফোনের তার টানা এবং লাইনের কাছাকাছি ডিস এন্টিনা স্থাপন থেকে বিরত থাকুন।

১০। গাছ কেটে বৈদ্যুতিক তারের উপরে ফেললে জীবনহানি/বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট/বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। অফিস কর্তৃক বিদ্যমান লাইনের উপর পার্শ্বে ১০ ফুট ফাঁকা রেখে গাছপালা কেটে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে গাছপালা কর্তনে অফিসকে অবহিত/সহযোগিতা করুন এবং লাইনের নিচে ঝুঁকিপূর্ণ গাছপালা/পাতা জাতীয় উদ্ভিদ রোপণ পরিহার করুন।

১১। গৃহস্থালি ওয়্যারিং এর জন্য ভালো মানের ও সঠিক রেটিং তার/সার্কিট ব্রেকার/ফিউজ ব্যবহার করুন। যন্ত্রপাতি ও জীবনের নিরাপত্তার জন্য অবশ্যই সঠিক মানের গ্রাউন্ডিং ব্যবহার নিশ্চিত করুন। অফিস কর্তৃক অনুমোদিত সীমার ভিতরেই লোড ব্যবহার করুন। 

১২। যে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বৈদ্যুতিক লাইনের নিচে এবং বৈদ্যুতিক খুঁটিকে জড়িয়ে তোরন/গেট নির্মান হতে বিরত থাকুন। 

১৩। ঘর/কক্ষ হতে বের হওয়ার সময় নিজ হাতে ফ্যান, লাইট, এসি ইত্যাদির সুইচ বন্ধ করুন, যাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা না ঘটে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।

বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে আপনার সচেতনতা এবং সহযোগিতা একান্ত ভাবে কাম্য।


জরুরি প্রয়োজনে:-

মুন্সিগঞ্জ জোনাল (ইদ্রাকপুর) অভিযোগ কেন্দ্র -০১৭৬৯৪০১৪৭০।

মাঠপাড়া অভিযোগ কেন্দ্র -০১৭৬৯৪০১৪৭১।


অনুরোধক্রমে:- 

প্রকৌঃ মোঃ এনামুল হক,

ডিজিএম,মুন্সিগঞ্জ জোনাল অফিস,

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।